নারায়ণগঞ্জে রূপগঞ্জের তিন হাজার ব্রয়লার মুরগীসহ তিনতলা টিনসেড খামার পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাতে উপজেলার কায়েতপাড়া এলাকার মাঝিনা নদীর পাড় এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে খামারির মুরগী, খাদ্য ও সরঞ্জাম পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবি করেন খামারের মালিক।
ক্ষতিগ্রস্থ্য খামারী রাসেল মোল্লা জানান, তার মালিকানাধীন ফাহমিদা এন্টার প্রাইজ নামে একটি ব্রয়লার মুরগী ফার্মে বিগত ৮ বছর ধরে ভাড়া নেয়া জমিতে ৩ তলা টিনসেড ভবন করে মুরগী উৎপাদন ও বিক্রয় ব্যবসা করে আসছেন। প্রতিদিনের মতো রবিবার রাত ১২টার দিতে ঘুমাতে যান। তিনি স্থানীয়দের কাছে জানতে পারেন তার খামারের আগুন লেগেছে। রাসেল মোল্লা ফায়ার সার্ভিসকে খবর দেন। কাঞ্চন ব্রীজ থেকে রূপগঞ্জ আসার পথে রাস্তায় সমস্যা থাকায় সময়মতো তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ততোক্ষণে তার খামারের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার হাবিব মোহাম্মদ সামাদ বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা সঠিক সময়ে রওনা হই। কিন্তু ডেমরা কালীগঞ্জ সড়কের জাঙ্গীর এলাকার সড়কে ভাঙ্গা থাকার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরী হয়। ততোক্ষণে খামারের বেশিরভাগ অংশ পুড়ে যায়। অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে কাউকে জড়িত থাকার প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল