আখাউড়া-আগরতলা রেলপথ বাংলাদেশ-ভারত দু’দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগামী বছরেই মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে বলে মন্তব্য করেছেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ‘আখাউড়া-আগরতলা’ রেলপথের নির্মাণ কাজ পরিদর্শনে এসে মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের সাথে উত্তর-পূর্ব ভারতের বাণিজ্যিক যোগাযোগ এ পথের মাধ্যমেই হবে। তাছাড়া কলকাতার সাথে যোগাযোগও এখান থেকেই হতে পারে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব আনিতা বারিক, প্রটোকল অফিসার অমরিশ কুমার, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রসুল আহমেদ নিজামী প্রমুখ।
উল্লেখ্য, আখাউড়া-আগরতলা রেলপথের দূরত্ব হবে ১৫ কিলোমিটার। এর মধ্যে আখাউড়া রেল জংশন স্টেশন থেকে গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন হয়ে ত্রিপুরা সীমান্ত পর্যন্ত ১০ কিলোমিটার। ত্রিপুরা রাজ্যের নিশ্চিন্তপুর হবে দুই দেশের সীমান্ত স্টেশন। সীমান্ত থেকে আগরতলা রেলস্টেশন পর্যন্ত হবে ৫ কিলোমিটার। ২০১৭ সালের অক্টোবরে প্রথম এই রেলপথের নির্মাণ কাজ শুরু হয়।
বিডি-প্রতিদিন/শফিক