পাহাড়ের শিক্ষার্থীদের শিক্ষার মান্নোনয়নের বিশেষ পরিকল্পনা রয়েছে সরকারে বলে জানিয়েছেন, রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে পাহাড়ে উন্নয়নের জোয়ার বইছে। সড়ক, সেতুসহ বিভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করেছে। সরকার পাহাড়ের অনগ্রসর জনগোষ্ঠীকে এগিয়ে আনতে শিক্ষার উপর বিশেষ জোর দিয়েছে। তাই এজন্য প্রধানমন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিজ নিজ মাতৃভাষায় পড়ালেখার সুযোগ করে দিয়েছেন। এছাড়া দুর্গম উপজেলাগুলোতেও বাসিক শিক্ষা প্রতিষ্ঠান চালু করার বিশেষ পরিকল্পনা রয়েছে সরকারের। যাতে পাহাড়ের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি আবাসন সুযোগ-সুবিধাও ভোগ করতে পারে। এজন্য বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে শান্তি সম্প্রীতি বজায় রেখে কাজ করারও আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার বেলা ১১টায় রাঙামাটি মাস্টার হারাধন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এসব কথা বলেন।
রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম শামশুল আলমের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, পৌর মহিলা কাউন্সিলর রুপসী দাশ গুপ্ত, রিজার্ভ বাজার গীতাশ্রমের সভাপতি আশিষ দাশ গুপ্ত উপস্থিত ছিলেন।
রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার আরও বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে বর্তমান সরকারের গৃহীত উদ্যোগের সুফল পেতে শুরু করেছে পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা। অর্থাভাবে বা শিক্ষা উপকরণের অভাবে যেন কোনো শিক্ষার্থী ঝরে না পড়ে সে লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। আমরা পিছিয়ে পড়া শব্দটি আর ব্যবহার করতে চাই না, আমরা অগ্রসর হব, উন্নত-সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম এবং উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে লক্ষ্যে কাজ করে যাব। এটাই হওয়া উচিত পাহাড়বাসীর মূল লক্ষ্য।
বিডি-প্রতিদিন/মাহবুব