সারা দেশের ন্যায় নাটোরেও নানা আয়োজনে বরণ করা হচ্ছে বসন্ত উৎসব। আজ শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের কানাইখালী মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের কেন্দ্রীয় মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালিতে নাটোরের স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান, পৌর মেয়র উমা চৌধুরি জলি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফুন্নেসা উপস্থিত ছিলেন।
এছাড়া সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ ফাল্গুনি সাজে র্যালিতে যোগ দেন। এসময় শহর জুড়ে হলুদ আভায় ফাগুনের জানান দেয় আয়োজিনটি।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ