১৭ ফেব্রুয়ারি, ২০২০ ১৬:১৭

নেত্রকোনায় সীমান্ত থেকে ১৩ ভারতীয় গরু আটক

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় সীমান্ত থেকে ১৩ ভারতীয় গরু আটক

বাংলাদেশে পাচার কালে ১৩টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ ব্যাটালিয়নের সদস্যরা। রবিবার রাতে নেত্রকোনার মধ্যনগর উপজেলার রংপুর নামক স্থান থেকে গরুগুলোকে আটক করা হয়।

 
বিজিবি ৩১ ব্যাটালিয়ন, নেত্রকোনার উপ-অধিনায়ক মেজর নুরুদ্দীন মাকসুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মোহনপুর বিওপি’র নায়েক সুবেদার মো. আব্দুর রব হাওলাদারের নেতৃত্বে বিজিবি একটি টহল দল রবিবার গভীর রাতে সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। রাত আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে ভারতীয় সীমান্ত ১১৮৮/২ এস নং মেইন পিলার হতে ৫ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে রংপুর নামক এলাকা দিয়ে গরু পাচারকালে বিজিবি’র জোয়ানরা ১৩টি ভারতীয় গরু আটক করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে গরু পাচারকারীরা পালিয়ে যায়।

তিনি আরো জানান, ১৩টি ভারতীয় গরুর আনুমানিক মূল্য ৪ লাখ ৫৫হাজার টাকা। আটককৃত ১৩টি গরু সোমবার সকালে নেত্রকোনা কাস্টমস্ অফিসে জমা দেয়া হয়। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর