শিরোনাম
১৭ ফেব্রুয়ারি, ২০২০ ১৯:১১

বাউবির গাজীপুর ক্যাম্পাসে পিঠা মেলা

গাজীপুর প্রতিনিধি :

বাউবির গাজীপুর ক্যাম্পাসে পিঠা মেলা

বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ে গাজীপুরের বোর্ডবাজার ক্যাম্পাসে সোমবার দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসব উদ্বোধন করেন। তারপর তিনি পিঠার স্টলগুলো পরিদর্শন করেন। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান প্রধান পৃষ্ঠাপোষক হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে প্রো-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রারসহ বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

মেলায় বিশ্ববিদ্যালয়ের ৬টি স্কুল ও ১১টি বিভাগ, বিভিন্ন দপ্তর ও অন্যান্য শাখা শতাধিক বিভিন্ন ধরণের পিঠা প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা নেয়। স্টলে স্টলে মুখ পাকন, ডোবা, ভাপা, গোলাপ ও নকশিসহ বিভিন্ন জাতের পিঠা স্থান পায়। গ্রামীণ পুরনো ঐতিহ্য আর নতুন প্রজন্মকে পিঠার সঙ্গে পরিচিতি করতে গাজীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পিঠা উৎসব করে। দিন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর