নাটোরের শীর্ষ মাদক ব্যবসায়ী আতাউর রহমান ওরফে চান্দুকে আটক করা হয়েছে। সোমবার সিরাজগঞ্জের তাড়াশ থানার বারুহাস মেলাপাড়ার বারুহাস আইডিয়াল কলেজের কাছ থেকে র্যাব-১২ সদস্যরা তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটক আতাউর রহমান চান্দু নাটোরের সিংড়া উপজেলার কোর্টপাড়া চাদপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।
স্পেশাল কোম্পানী র্যাব-১২ সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি প্রণব কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দুকে ফেন্সিডিল ও নগদ টাকাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় তাড়াশ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার