২০ ফেব্রুয়ারি, ২০২০ ১৫:৩৯

বাগেরহাটে কৃষি মেলা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে কৃষি মেলা

বাগেরহাটের রামপাল উপজেলায় তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে মেলা উপলক্ষে রামপাল উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। 

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রঘুনাথ করের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কৃষ্ণা রাণী মন্ডল প্রমুখ।

বেগম হাবিবুন নাহার বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কৃষিবান্ধব বিভিন্ন কর্মসূচির কারণে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বর্তমানে সরকার কৃষিতে প্রযুক্তির ব্যবহার ও নিরাপদ খাদ্য উৎপাদনে জোর দিচ্ছে।
মেলায় উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এই মেলায় ২০টি স্টল সাজানো হয়েছে।  মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃষিবিষয়ক ভিডিও চিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর