কুমিল্লায় চিকিৎসা নিতে এসে হাসপাতালের সামনে বাসচাপায় শহীদুল্লাহ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল্লাহ চাঁদপুরের কচুয়া উপজেলার উজানী মজুমদার পাড়া এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সোমবার কুমিল্লা নগরীতে ডাক্তার দেখাতে আসের শহীদুল্লাহ। ডাক্তারকে চেম্বারে না পেয়ে ইস্টার্ন মেডিকেল কলেজে আসেন তিনি। চিকিৎসাসেবা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার জন্য রাস্তা পারাপার করতে গেলে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শহীদুল্লাহর মৃত্যু হয়। স্থানীয় লোকজন বাসটিকে আটক করে পুলিশকে খবর দেয়।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার এসআই টিপু রায় জানান, পুলিশ বাসটিকে থানায় নিয়ে যায়। চালক ও হেলপার পলাতক রয়েছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম