শোক র্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনে নাটোরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে জেলা পুলিশের আয়োজনে শহরের বড়হরিশপুর বাইপাস থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনস মাঠে গিয়ে শেষ হয়।
পরে সেখানে নিহত পুলিশ সদস্যদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাতসহ জেলা পুলিশ সদস্যরা।
এ সময় স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন শেষে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত শেষে পুলিশ লাইনস ডিল শেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/আল আমীন