ঝিনাইদহে পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে জেলা বিএনপির মানববন্ধন কর্মসূচি। বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যে বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু করে নেতাকর্মীরা।
মানববন্ধন চলাকালে সদর থানা পুলিশ কর্মসূচিতে বাধা দেয়। এসময় কেড়ে নেওয়া হয় মানববন্ধনের ব্যানার। পরে পুলিশ নেতাকর্মীদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার