পিকনিক শেষে বাড়ি ফেরার পথে ঢাকা জেলার সাভারের আশুলিয়ার মরাগাঙ এলাকায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত ডাকাত মো. ইয়াসিনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের পর ওই যুবকের কাছ থেকে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে।
রবিবার দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই যুবক ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামি ডাকাতির ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এর আগে শনিবার রাতে ঢাকার উত্তরা ও কামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাত মো. ইয়াছিনকে (২৮) আটক করা হয়।
পুলিশ জানায়, গত ১৯ ফেব্রুয়ারি ধামরাইয়ের আলাদীন পার্কে দিনব্যাপী পিকনিক শেষে প্রাইভেটকারে স্ত্রী, মেয়েসহ বাসায় ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার মরাগাঙ এলাকায় ডাকাতির শিকার হন মো. শেখ সোহাগ নামের এক ভুক্তভোগী। এ সময় তাদের কাছে থাকা মোবাইল সেট, স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয় ডাকাত সদস্যরা। এই ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করেন সোহাগ।
বিডি প্রতিদিন/আল আমীন