পানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে বিএনপি। সোমবার দুপুর ১২টায় শহরের পুরতান বাস স্টেশন এলাকায় এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের হাজার হাজার কোটি লুট করে বিদেশে পাচার করতেই বিদ্যুত ও পানির দাম বাড়িয়েছে সরকার। জনবিচ্ছিন্ন সরকার জনগণের স্বার্থে কোনো কাজ করে না, লুটেরাদের স্বার্থে কাজ করে। বিদ্যুত ও পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়।
এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সহসভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সুহেল, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, সাংগঠনিক সম্পাদক কামরুজামান কামরুল, সহসাংগঠনিক সম্পাদক নুর হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন