“ভোাটার হয়ে ভোট দেব-দেশ গড়ায় অংশ নেব” স্লোগানে সোমবার সারাদেশের মতো টাঙ্গাইলেও জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
জেলা নির্বাচন অফিসের আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা এ.এইচ.এম. কামরুল হাসান প্রমুখ।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী জেলা নির্বাচন অফিসে ভোটারদের মাঝে বিভিন্ন সেবা প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন