বিদ্যুৎ, পানি ও বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে পুলিশের ব্যারিকেটের মধ্যদিয়ে টাঙ্গাইল জেলা বিএনপির মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকার গোডাউন বাজারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে দলটি।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ্, জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, আনিছুর রহমান আনিছ, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির, জেলা মহিলা দলের সভাপতি নীলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম প্রমুখ। এ সময় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন