বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩৯টি দোকান পুড়ে গেছে। সোমবার ভোর রাতে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড সুপার মার্কেটে এই অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানায়, ভোর রাতে ওই মার্কেটের জনৈক মো. মুজামের চায়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় সাড়ে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহায়তায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই মার্কেটের ৩৯ টি দোকান পুড়ে যায়। এর মধ্যে ২৫টি দোকান পুরোপুরি পুড়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন।
খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা। তারা ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন।
বিডি প্রতিদিন/আল আমীন