জাতীয় ভোটার দিবসে বগুড়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব- স্লোগানে বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের নেতৃত্বে সোমবার সকাল সাড়ে ৯টায় র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপপরিচালক সুফিয়া নাজিম।
বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু, পৌর মেয়র অ্যাডবোকেট এ কে এম মাহবুবর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সদর ইউএনও আজিজুর রহমান, পাসপোর্ট অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক আবজাউল আলম, মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, সদর নির্বাচন কর্মকর্তা এস এম জাকির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সঠিক জন্মতারিখ দিয়ে নিবন্ধন করে নৈতিকতার উন্নয়ন করতে হবে। এ নিবন্ধন পরবর্তীতে ভোটার আইডি, পাসপোর্টসহ জীবনের প্রয়োজনীয় কাগজপত্রে ব্যবহৃত হবে। স্মার্ট কার্ড দিয়ে ২২ ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। অনুষ্ঠানে প্রবাসীদের মাঝে স্মার্ট কার্ড বিতরন ও শিশু কিশোরদের মাঝে নিবন্ধন কার্ড দেওয়া হয়।
বিডি প্রতিদিন/আল আমীন