ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে জব্দ ইলিশ এতিমখানা, মাদ্রাসা ও প্রতিবন্ধী স্কুলের মাঝে বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা এসব মাছ কর্তৃপক্ষের হাতে তুলে দেন।
এর আগে রবিবার গভীর রাতে উপজেলার বাউতলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে প্রায় আধা মণ ইলিশ মাছ জব্দ করে থানা পুলিশ। তবে সেই সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি পুলিশ সদস্যরা।
পুলিশ জানায়, গভীর রাতে বাউতলা সীমান্ত দিয়ে ভারতে ইলিশ মাছ পাচার হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মাছ ফেলে পালিয়ে যায়। পরে জব্দ মাছ জমা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা দুটি এতিমখানা মাদ্রাসা ও একটি প্রতিবন্ধী স্কুলের মাঝে বিতরণ করে দেন। এসময় প্রশাসনিক কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম