সড়ক সংস্কার অব্যাহত রাখতে ও অনিয়মের প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপা ভাটই বাজারে সোমবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা। র্যাব-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে জেলা প্রশাসক সরোজ কুমার নাথের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়।
ঝিনাইদহ পুলিশের শৈলকুপা সার্কেলের এএসপি আরিফুর রহমান জানান, সড়ক সংস্কারে ধুলাবালি উড়তে থাকায় স্থানীয়রা সড়ক অবরোধ করে। পরে জেলা প্রশাসকের আশ্বাসের প্রেক্ষিতে এলাকাবাসি তা প্রত্যাহার করেছে।
ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার জানান, মহাসড়কের আশপাশে ডোবা, জলাশয় না থাকায় পানি দিতে সমস্যা হচ্ছে। তিনি বলেন, এখন থেকে নিয়মিত পানি দেয়ার চেষ্টা করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন