দিনাজপুরের বিরলে গোলাম কিবরিয়ার হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিক্ষোভসহ মানববন্ধন করেছে স্থানীয়রা।
প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করে বিক্ষোভকারীরা বিরল উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে।
সোমবার বেলা ১১টার দিকে বিরল প্রেসক্লাবের সম্মুখ সড়কে বোর্ড হাট বণিক সমিতির আয়োজনে বিক্ষোভসহ মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেন স্থানীয়রা। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন হামিদুর রহমান, শরিফুল বসিলাম, আব্দুস সবুরসহ অনেকে।
এ ব্যাপারে বিরল থানার ওসি শেখ নাসিম হাবিব জানান, ঘটনার সময় গোলাম কিবরিয়ার সাথে থাকা হালজায় মাহালত পাড়ার দুলাল হোসেনসহ (৩৫) এ পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, নৃশংসভাবে হত্যার শিকার যুবক গোলাম কিবরিয়া বিরল উপজেলার রাণীপুকুর ইউপি’র শীবপুর গ্রামের আব্দুল হান্নান মাস্টারের ছেলে। গত ২৩ ফেব্রুয়ারি রবিবার রাত ৮টার দিকে তিনি একই ইউপি’র হাড়িপুকুর নামক স্থানে দুর্বৃত্তদের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর রক্তাক্ত জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। গোলাম কিবরিয়া হত্যা ঘটনায় নিহতের বড় ভাই কামরুজ্জামান বাদী হয়ে পর দিন বিরল থানায় ৭ জনকে আসামি করে এবং অজ্ঞাত আরও আসামির নাম উল্লেখ করে একটি হত্যা মামলা (নং ২৫) দায়ের করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম