দুর্নীতি আর লুটপাটের জন্য বারবার বিদ্যুৎ-গ্যাস ও পানির দাম বৃদ্ধি পাচ্ছে। এর খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে। বিদ্যুৎ ও ওয়াসার পানির মূল্য বৃদ্ধিসহ সরকারের গণবিরোধী কাজের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রুখে দাঁড়াতে হবে। গণআন্দোলনের মাধ্যমে গণবিরোধী এই সরকারকে হটিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।
বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধি এবং খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রবিবার দুপুরে নওগাঁ জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। শহরের কেডির মোড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নাসির উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কর্নেল (অব.) আব্দুল লতিফ খান, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রফিকুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন প্রমুখ।
মানববন্ধনে অন্যান্য বক্তারাও বিদ্যুৎ ও ওয়াসার পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান। পাশাপাশি তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিশর্ত মুক্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/আরাফাত