দেশের সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা ও স্কুল থেকে ঝরে পড়া রোধে এবং জেলার শিক্ষা সেবীদের উৎসাহিত ও প্রশিক্ষিত করতে শিক্ষা ‘প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ’ কর্মসূচির আওতায় কুড়িগ্রামে শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কলেজ মোড়স্থ শেখ রাসেল পৌর টাউন হলে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার কেন্দ্রীয় কার্যালয়ের ইভিপি প্রোগ্রামের মো. ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৌফিকুর রহমান, আশার রংপুর ডিভিশনাল ম্যানেজার মোরতাজা হাসান প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম