নীলফামারীর ডিমলায় অবৈধভাবে আসা ভারতীয় ৬৭টি গরু উদ্ধারের ঘটনায় আটক দুইজনসহ আরো ১৩জনের নামে মামলা হয়েছে।
রবিবার রাতে মামলাটি করেন ডিমলা থানার পরিদর্শক(তদন্ত) সোহেল রানা। সোমবার দুপুরে আটকদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটক দুই ব্যক্তি হলেন ডিমলা উপজেলার পুর্বছাতনাই ইউনিয়নের ছাতনাই গ্রামের আমির হোসেনের ছেলে মোশারফ হোসেন ও একই গ্রামের কোরবান আলীর ছেলে নাজমুল ইসলাম।
ডিমলা থানার অফিসার ইনচার্জ(ওসি) মফিজ উদ্দিন শেখ বলেন, রবিবার দুপুরে বাবুরহাট এবং বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬৭টি অবৈধভাবে আসা ভারতীয় গরু উদ্ধার এ দুইজনকে আটক করা হয়। তিনি বলেন, এ ঘটনায় ১৫জনের নামে একটি মামলা করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন