নোয়াখালির বেগমগঞ্জ ও খুলনায় কসবায় দুই ছাত্রলীগ কর্মী হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মশাল মিছিল করেছে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ মার্চ) রাত ৯টায় জেলা ফায়ার সার্ভিস এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আশরাফুল আলম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল করিম পারভেজ ও শাহাদাত হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মাইন উদ্দিন ইফতি ও সাবেক ছাত্রলীগ নেতা রাকিব পাটোয়ারি, সাইফুল ইসলাম রকি প্রমুখ।
এসময় ছাত্রলীগ কর্মীদের হত্যায় জড়িতদের বিচার ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ