বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে আগুনে পুড়ে যাওয়া ৩৯টি দোকানের স্থলে নতুন করে কোন স্থাপনা নির্মাণ না করার নির্দেশ দিয়েছে প্রশাসন।
কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়াও জেলা পরিষদের মালিকানাধীন ওই জমিতে কোন স্থাপনা নির্মাণ না করার জন্য মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নির্দেশ দেয় উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানান, গৌরনদী বাসস্ট্যান্ডে জেলা পরিষদের জায়গায় থাকা ৩৯টি স্থাপনা গত সোমবার ভোরে আগুনে পুড়ে যায়। পুড়ে যাওয়া স্থাপনার জায়গায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা গত মঙ্গলবার সকাল থেকে অবৈধভাবে স্থাপনা নির্মাণ কাজ শুরু করে। খবর পেয়ে গত মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে জেলা পরিষদের ওই জমি পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার ফারিহা তানজিন। তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ওই জমিতে স্থাপনা নির্মাণ না করার নির্দেশ দেন। উপজেলা প্রশাসন থেকে সরকারি ওই জায়গায় স্থাপনা নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে বলে ইউএনও জানান।
গত সোমবার ভোরে গৌরনদী বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ২৫টি দোকান পুরোপুরি এবং ১৪টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন