খুলনার ডুমুরিয়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়েছে। এতে মোসলেম উদ্দিন (২৪) নামের একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৫জন।
বুধবার (৪ মার্চ) সকালে খুলনার ডুমুরিয়া গুটুদিয়ার মেসার্স এ লতিফ ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোসলেম ডুমুরিয়া জয়খালীর ইসলাম উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডুমুরিয়ার জিওলতলার এক ধর্মীয় অনুষ্ঠানে আসা বাস (ঢাকা মেট্রো চ-৮৯৬২) মাদারীপুরের উদ্দেশে যাচ্ছিল। ডুমুরিয়া গুটুদিয়ার মেসার্স এ লতিফ ফিলিং স্টেশন অতিক্রম করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গ্যাস মেশিন ও অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান মোসলেম উদ্দিন। এছাড়া, আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। আহতদের ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল