ঢাকার ধামরাইয়ে নান্নার ইউনিয়ন পরিষদ ভবন দখলের হাত থেকে রক্ষার করার জন্য স্থানীয়রা মানববন্ধন করছেন। বুধবার সকালে নান্নার বাজারে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদ থেকে জানা গেছে, ১৯৮২ সালে প্রায় ১৫ শতাংশ দেবোত্তর সম্পত্তিতে ধামরাইয়ের নান্নার ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করা হয়। পরিষদের পাশেই রয়েছে ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক। সেটাও দেবোত্তর সম্পত্তিতে নির্মাণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন রাস্তার পাশে প্রায় ১৭ বছর আগে চারটি ছাপড়া দোকান ঘর নির্মাণ করা হয় ইউনিয়ন পরিষদ থেকে। এ ঘরগুলো পুরাতন হওয়ার ফলে কিছুদিন আগে নতুনভাবে সংস্কার কাজ শুরু করে ইউনিয়ন পরিষদ থেকেই। এতে সংস্কার করতে বাধা দেন নান্নার গ্রামের হরিপদ ঘোষের ছেলে বিশ্বজিৎ ঘোষ, তার চাচাতো ভাই তাসপ ঘোষ ও পলাশ ঘোষ। ওই সময় তাদের সঙ্গে বাকবিতন্ডার সৃষ্টি হয় ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেনের। এক পর্যায়ে চেয়ারম্যান আলতাফ হোসেনকে প্রাণনাশের হুমকি দেয় এবং দেবোত্তার সম্পত্তি থেকে ইউনিয়ন পরিষদ ভবন উচ্ছেদ ও দখলেরও হুমকি দেয় তারা। এ ঘটনার প্রতিবাদে গত দু দিন ধরে পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন ও সভা করেন।
এসময় বক্তব্য রাখেন, চেয়ারম্যান আলতাফ হোসেন, নান্নার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা কৃষিবিদ ওমর আলী, ইউপি সদস্য নুরুল ইসলাম, মাসুদ রানা প্রমুখ।
চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, নান্নার গ্রামের হরিপদ ঘোষের পরিবার দেবোত্তর সম্পতির ওপর নির্মিত বাজারের বিভিন্ন দোকান পজিশন দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও মন্দিরের কোন সংস্কার করছে না। তারা এখন আমাকে হত্যার হুমকি ও ইউনিয়ন পরিষদ ভবন দখলের হুমকি দিচ্ছে।
এ বিষয়ে বিশ্বজিৎ ঘোষ চেয়ারম্যান আলতাফ হোসেনকে প্রাণনাশের হুমকি ও পরিষদ ভবন দখল করার কথা অস্বীকার করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল