নোয়াখালীর বেগমগঞ্জ ও খুলনা জেলার কয়রা উপজেলার দুই ছাত্রলীগ কর্মী হত্যার প্রতিবাদে রায়পুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
আজ বুধবার সকাল ১০টায় উপজেলার পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পাপেল মাহমুদ, পৌর ছাত্রলীগের আহ্বয়ক মাহবুবুর রহমান রিজভী, সাবেক সহ-সভাপতি কাউছার হোসেন, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বয়ক পাবেল, কলেজ ছাত্রলীগের আহ্বয়ক মোঃ শরিফ হোসেন ও ছাত্রলীগ নেতা জিহাদ ভূঁইয়া প্রমুখ।
এসময় ছাত্রলীগ কর্মীদের হত্যায় জড়িতদের বিচার ও বাংলার মাটি থেকে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ