গোপালগঞ্জের সরকারী এস কে কলেজের অধ্যক্ষ মো: সাইফুল ইসলামের উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চরভদ্রাসন সরকারী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার বেলা ১০টার দিকে কলেজ চত্ত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।
অধ্যক্ষ প্রফেসর মো: বিলাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ড: আবুল খায়ের মো: রিজভী মাহমুদ, সহকারী অধ্যাপক রঞ্জন কুমার ঘোষ, মো: ফরিদুল ইসলাম, ড. মো: আবদুস সালাম, প্রভাষক মো: মিজানুর রহমান, মো: মহিবুর রহমান, মো: কবির হোসেন, যুধিষ্ঠির বিশ্বাস, সোহাগ মিয়া প্রমূখ।
বক্তারা গত ১ মার্চ অধ্যক্ষ মো: সাইফুল ইসলামের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা দাবি করে বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ