মুজিববর্ষ আন্তঃউপজেলা প্রেসক্লাব ওয়ালটন ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
বুধবার সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, ওয়ালটন গ্রুপের উপ-নির্বাহী পরিচালক শাহজাদা সেলিম। স্বাগত বক্তৃতা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
উদ্বোধীন খেলায় অংশ নেয় ভুঞাপুর প্রেসক্লাব বনাম কালিহাতী প্রেসক্লাব। বিকেলের খেলায় অংশগ্রহণ করবে নাগরপুর প্রেসক্লাব বনাম ঘাটাইল প্রেসক্লাব। টুর্নামেন্টে জেলার ১২টি উপজেলা প্রেসক্লাব অংশগ্রহণ করছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন