মুজিববর্ষ উদযাপন উপলক্ষে নারীদের আত্মকর্মংস্থানের জন্য নেত্রকোনায় ১৪ জন নারীর মাঝে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১২ টায় শহরের নিউটাউন অজহর রোডের জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে এই ঋণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান শেফালি।
সংস্থার চেয়ারম্যান সৈয়দা বিউটির সভাপতিত্বে ঋণ বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদা আক্তার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া ও প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল।
প্রতিটি পাড়ায় মহল্লায় নারীদেরকে স্বাবলম্বী করে এগিয়ে নেয়ার লক্ষ্যে জাতীয় মহিলা সংস্থা এই ঋণ কার্যক্রম চালু করেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন