নোয়াখালীর বেগমগঞ্জে শিবিরের হাতে নিহত ছাত্রলীগ নেতা রাকিব হোসেনের নামাজে জানাজা শেষে গ্রামের বাড়ি আমানউল্যাপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় আমান উল্যাপুর বাজারের পাশে তার নামাজে জানাজা হয়।
জানাজায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, মামুনুর রশিদ কিরন এমপি, পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যাহ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহমুদুর রহমান জাবেদ, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, চৌমুহনী পৌসভার মেয়র আক্তার হোসেন ফয়সাল, ডাকসুর এজিএস সাদ্দাম হোসেনসহ জেলা উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার কবরে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হয়।
এদিকে ছাত্রলীগ নেতা রাকিব হোসেনের মৃত্যুতে এলাকায় দোকানপাঠসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন