সিদ্ধিরগঞ্জে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জাকির হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের পাইনাদী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঐ শিশুর পিতা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই রফিউদ্দৌলা জানান, শিশুটির মা একটি গার্মেন্টে চাকরি করে। বাবাও কাজে থাকায় বাহিরে ছিলেন। স্কুল থেকে বাড়ি ফিরে খেলাকরছিল শিশুটি। জাকির হোসেন পানি খাওয়ার কথা বলে বাসায় প্রবেশ করে ঐ শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ঐ শিশুটির আত্মচিৎকারে আশেপাশে লোকজন এগিয়ে এলে জাকির হোসেন পালিয়ে যায়। শিশুটির মা-বাবা কাজ শেষে বাড়ি ফিরে ঘটনাটি শুনে এলাকাবাসীকে জানালে জাকির হোসেনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
গ্রেফতারকৃত জাকির হোসেন সিদ্ধিরগঞ্জের পাইনাদী মধ্যপাড়া জোড়াখাম্বা এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে ফার্মের মুরগির ব্যবসা করতো। জাকির হোসেন ভোলা জেলার লাল মোহন থানার গজারিয়া এলাকার আব্দুর রশীদের ছেলে।
বিডি প্রতিদিন/হিমেল