বগুড়ার ধুনটে শিপন রানা (১৭) নামে এক শিক্ষার্থীর বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত শিপন উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের রামকৃষ্ণপুর দোয়াতপাড়া গ্রামের হাবিবর রহমানের ছেলে ও কাজিপুর উপজেলার আমিনা মুনসুর ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
স্থানীয়রা জানায়, গত ২৭ ফেব্রুয়ারি শিপন কলেজ থেকে বাড়ি ফিরে এসে গাছে উঠে মরা ডাল কেটে পরিষ্কার করছিলেন। কিন্তু ওই গাছের উপর দিয়ে বৈদ্যুতিক লাইনের তার টানা ছিল। গাছের ডাল কাটার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায় শিপন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ধুনট থানার ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক