জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের গাড়িবহরের একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে কয়েকজন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের আমবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ দুর্ঘটনায় কোনো বড় ধরনের ক্ষতি হয়নি।
জানা যায়, জয়পুরহাট জেলা থেকে দিনাজপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদানে দিনাজপুরের উদ্দেশে আসার পথে আমবাড়ী এলাকায় হুইপ স্বপনের পেছনের মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় জয়পুরহাটের কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান, সাবেক মেয়র তালুকদার বেলাল, আহমাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর, জিন্দাবাদ ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, উদয়পুর ইউপির সাধারণ সম্পাদক নয়ন চৌধুরী ও গাড়িরচালক সাইফুর আহত হন।
আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে জানায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ।
আমবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসরাকুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহতদের সবাইকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সবাই অল্পের জন্য রক্ষা পেয়েছেন। বর্তমানে সবাই সুস্থ রয়েছেন। এ দুর্ঘটনায় কোনো বড় ধরনের ক্ষতি হয়নি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম