গোপালগঞ্জের মুকসুদপুর এলাকা থেকে প্রতারক চক্রের এক সদস্য ইউনুছ শেখকে (৫০) আটক করা হয়েছে। নেত্রকোনার থানা পুলিশ গোপন সংবাদরে খবরে আটকের পর তাকে বুধবার বিকালে নেত্রকোনা জজ আদালতে সোর্পদ করা হয়। আটককৃত প্রতারক গোপালগঞ্জের মোচনা ইউনিয়নের ধোপাদী গ্রামের মনিরউদ্দীন শেখের ছেলে।
নেত্রকোনার ভারপ্রাপ্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম জানান, ডলার প্রতারক ইউনুছ শেখ র্দীঘ দিন ধরে বিভিন্ন এলাকার সহজ সরল মানুষদেরকে টার্গেট করে অল্প টাকায় ডলার বিক্রির লোভ দেখিয়ে নকল ডলার দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো। বিদেশ ফেরত বিভিন্ন মানুষদের দিয়ে প্রথমে একটি সঠিক ডলার ভাঙ্গিয়ে পরবর্তীতে কম টাকায় অধিক ডলার ভাঙ্গানোর লোভ দেখাতো। এরপর নকল ডলারের বিনিময়ে টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যেতো। এভাবে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষকে প্রতারণায় ফেলে টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার এক ভোক্তভোগী একটি প্রতারণা মামলা করেন। এরই জের ধরে বিভিন্ন মোবাইল ডিভাইজের মাধ্যমে ট্রেকিং করে প্রতারক ইউনুছকে সরঞ্জামসহ আটক করা হয়।
গোপালগঞ্জের অতিরিক্তক পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ ছানোয়ার হোসেনের পিপিএম (বার) সহয়াতায় বিভিন্ন বাজারে তল্লাসি চালিয়ে তাকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার