জামালপুরে বেলটিয়ায় ট্রাক চাপায় হাবিবুর রহমান নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দুপুরে বেলটিয়া জঙ্গলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান হাবু (৭০) পৌর এলাকার পশ্চিম জঙ্গলপাড়া গ্রামের মৃত আনোয়ার মন্ডলের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের বেলটিয়া পশ্চিম জঙ্গলপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় বালু বোঝাই একটি ট্রাক হাবিবুর রহমান হাবু নামে এক বৃদ্ধকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ট্রাক চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ও ঘাতক ট্রাকটিকে জব্দ করে।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালেমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার