নাটোরের বড়াইগ্রাম পৌরসভার সর্বত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ ২০২০) যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বনপাড়া পৌরসভা সম্মেলন কক্ষে পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র কে এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় খতিব, ইমাম, পুরোহিত ও পাল-পুরোহিত অংশ নেন।
সভায় অন্যদের মধ্যে আলোচনা করেন পৌর ইমাম কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মওলানা আব্দুল মান্নান, বনপাড়া ক্যাথলিক খ্রিস্টান ধর্মপল্লীর প্রধান পাল-পুরোহিত ফাদার বিকাশ হিউবার্ট রীবেরু ও সেন্ট যোশেফস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাদার ড. ডমিনিক গমেজ, পুরোহিত বিকাশ চন্দ্র সাহা ও কাউন্সিলরগণ। সভায় মুজিববর্ষ পালন উপলক্ষে আন্তঃধর্মীয় সম্মেলন ও অন্যান্য কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডি প্রতিদিন/আল আমীন