নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব সুষমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজকির উজ জামান, সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাবিলা নুঝাতসহ অন্যরা।
এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রধান উপস্থিত ছিলেন। বক্তারা দক্ষ ও প্রশিক্ষত হয়ে বিদেশ গমন, বিদেশ গমনে প্রতারণা এড়াতে নিশ্চিত হওয়া এবং বৈদেশিক মুদ্রা অর্জনে সকলে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।
বিডি প্রতিদিন/আল আমীন