চাঁপাইনবাবগঞ্জে আমার বাড়ি, আমার খামার প্রকল্পের অর্ধবার্ষিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে আমার বাড়ি, আমার খামার প্রকল্প, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আয়োজনে এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমার বাড়ি, আমার খামার প্রকল্পের প্রকল্প পরিচালক আকবর হোসেন। প্রধান অতিথি বক্তব্যে বলেন, ২০২১ সালে সরকার ক্ষুধা ও দারিদ্রমুক্ত মধ্যময়ের দেশ ও ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন একই প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক নজির আহমদ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন