দিনাজপুরের চিরিরবন্দরের ১৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত হচ্ছে শহীদ মিনার। চলতি অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নে স্কুল সংস্কারের টাকায় প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ হচ্ছে।
গত ২১ ফেব্রুয়ারি একযোগে নির্মাণকৃত শহীদ মিনারগুলো উদ্বোধন করা হয়। বর্তমানে ৮টি বিদ্যালয়ে শহীদ মিনারের নির্মাণের কাজ অব্যাহত রয়েছে।
চিরিরন্দর উপজেলার বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোরশেদ উল আলম ও প্রধান শিক্ষক মাহবুবা আকতার জানান, সরকারিভাবে বরাদ্দকৃত অর্থ ও সংগৃহিত চাঁদার টাকায় দৃষ্টিনন্দন শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। শহীদ মিনারগুলো দেখে শিশুদের মনে উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টুডেন্ট কাউন্সিলের সদস্য মিফতাহুল জান্নাত মাইশা জানায়-শহীদ মিনারটি নির্মাণ হওয়ায় আমরা খুশি হয়েছি।
উপজেলা শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন জানান, স্থানীয় শহীদ মিনারে সকল জাতীয় দিবসে শিক্ষক-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন শ্রদ্ধা জানাতে পারবে। স্কুল ম্যানেজিং কমিটির সহযোগিতায় কয়েকটি বাদে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। মুজিববর্ষের আগেই অর্থাৎ ১৭ মার্চের আগেই সব ক’টি বিদ্যালয়ে নির্মাণ কাজ সম্পন্ন হবে।
চিরিরন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকা জানান, কোমলমতি শিক্ষার্থীদের দেশপ্রেম, শ্রদ্ধাবোধ, আবেগ, অনুরাগ, নৈতিকতা শেখাতে সরকার বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে। উপজেলায় সব প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও প্রতিটি ইউনিয়ন পরিষদে ইউনিয়ন ভিত্তিক কেন্দ্রিয় শহীদ মিনার করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম