সিরাজগঞ্জের সলঙ্গায় নিখোঁজের দুদিন পর পুকুর থেকে হাজী ইদ্রিস আলী (৬০) নামে এক বৃদ্ধের হাত-পা বাঁধা লাশ করা হয়েছে। বুধবার বিকেলে অলিদহ পশ্চিমপাড়া গাওকামরার পুকুর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহত কৃষক ইদ্রিস আলী সলঙ্গার কইমুঝুরিয়া গ্রামের মৃত নাজির উদ্দিন সরকারের ছেলে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা জানান, সোমবার ভোরে কৃষক ইদ্রিস আলী বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বুধবার দুপুরে পুকুরে হাত-পা ও গলা বাঁধা ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। পরে পুকুর থেকে লাশ উদ্ধারের পর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে পরিকল্পিতভাবে হত্যার পর হাত-পা বেঁধে পুকুরে ফেলে দেয়া হয়েছে। তদন্তপূর্বক দোষীদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম