গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দেওয়ারবাজার এলাকায় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দু'জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে তাদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কালিয়াকৈর উপজেলার দেওয়ার বাজার এলাকার বৃদ্ধ নারায়ন পুদ্দার (৫০) ও টাঙ্গাইল জেলার এক বিশ বছরের তরুণী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ন পুদ্দার ও ওই তরুণী কালিয়াকৈর উপজেলার দেওয়ারবাজার এলাকার একটি নির্জন স্থানে অনৈতিক কাজের লিপ্ত থাকা অবস্থায় তাদের হাতনাতে আটক করা হয়। বিষয়টি টের পেয়ে ওই নির্জন স্থান থেকে মঙ্গলবার রাত ১২টার দিকে তাদের আটক করে এলাকাবাসী। পরে স্থানীয় লোকজন তাদের দু’জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। বুধবার দুপুরে পুলিশ তাদের গাজীপুর জেলহাজতে পাঠিয়েছে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক