কিশোরগঞ্জে ৩৭ কেজি গাঁজা, ২০ পিস ইয়াবা ও দুই হাজার টাকার জাল নোটসহ কাজল (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল। কাজল ভৈরব উপজেলার চণ্ডিদার গ্রামের মৃত আকরাম আলীর ছেলে। কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকায় একটি ভাড়া বাসায় তিনি থাকতেন।
র্যাব সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তার ঘর তল্লাশি করে ৩৭ কেজি গাঁজা, ২০ পিস ইয়াবা ও একহাজার টাকার দুটি জাল নোটসহ কাজলকে গ্রেফতার করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ চা বাগান এলাকা থেকে গাঁজাগুলো সংগ্রহ করে ট্রাকযোগে এখানে নিয়ে আসে। পরে এককেজি করে পলিথন ব্যাগে ভরে বিক্রি করার উদ্দেশ্যে ঘরে রেখেছিল।
তার বিরুদ্ধে ইতোপূর্বে তিনটি মামলা রয়েছে বলেও র্যাব জানায়। তাকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার