নীলফামারীর ডোমার মহিলা ডিগ্রি কলেজে আজ বুধবার দুপুরে ডা. রেহানা জামান বৃত্তি প্রকল্প-২০১৯ এর আওতায় মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান করেছে আমেরিকাস্থ বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতি।
প্রবাসী কল্যাণ সমিতির সমন্বয়কারী ডা. ফিরোজ আলম চিনুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম। এতে বক্তব্য রাখেন মেধাবী শিক্ষার্থী হাইউল ইসলাম, বাংলাদেশ স্কাউটের লিডার ট্রেনার মোহাম্মদ ইউনুস, প্রবাসী কল্যাণ সমিতির সদস্য সচিব নুরল ইসলাম(বিএসসি), প্রভাষক মো. আবু ফাত্তাহ্ কামাল (পাখি) প্রমুখ। এ অনুষ্ঠানে ১০ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়া হয় ।
বিডি-প্রতিদিন/শফিক