নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের অতর্কিত হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় একটি বাড়ি, তিনটি দোকান, মোটরসাইকেল ভাংচুর ও নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার পুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে উপজেলার লক্ষীপুর গ্রামের কুবাদ মোল্যার নেতৃত্বে তার সমর্থিত একদল দুর্বৃত্ত পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পুরুলিয়া গ্রামের আনিস শেখের বাড়িতে সকাল সাড়ে ৬টার দিকে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায়। এসময় আনিস ফজরের নামাজ পড়তে মসজিদে ছিলেন। আনিসকে না পেয়ে তার টিনের ঘর ভাংচুর করে। পরে পুরুলিয়া মোড়ের ঈগল পরিবহনের কাউন্টার (আনিস শেখের দোকান), মিথিল মোল্যার কম্পিউটার ও মোবাইলের দোকান এবং হেকমত মোল্যার পোল্টি মুরগির দোকান ভাংচুর চালায়। এ সময় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। তখন প্রতিপক্ষের হামলায় উপজেলার পুরুলিয়া গ্রামের আনিস গ্রুপের আনিস শেখ, আনিস শেখের স্ত্রী রহিমা বেগম, সামিউল শেখ , আব্বাস ভূঁইয়া, ইমরান শেখ, সোহরাব শেখসহ অন্তত ১০জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ উপজেলার পুরুলিয়া গ্রামের ইমদাদ, দাদনতলা গ্রামের সেলিম ফকির, লক্ষীপুর গ্রামের রমজান মোল্যা ও রিয়াজ শেখকে আটক করেছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি শান্ত। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/শফিক