শেরপুরের শ্রীবরদীতে ভুয়া আইডি খুলে স্বামী-স্ত্রী’র বিশেষ মুহূর্তের আপত্তিকর ছবি ছড়ানো ও হুমকি দেওয়ার অভিযোগে ইব্রাহীম ওরফে রাসেল (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী স্ত্রী (২২) বাদী হয়ে বুধবার ডিজিটাল নিরাপত্তা আইনে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত রাসেল শ্রীবরদী পৌর মহল্লার কলাকান্দা গ্রামের সাহেব আলীর ছেলে।
পুলিশি এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ৪ বছর পূর্বে স্থানীয় বিদ্যালয়ের ১০ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর সাথে রাসেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পারিবারিকভাবে তাদের বিবাহ হয়। বিবাহের পর রাসেল মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকাসক্ত রাসেল স্ত্রীকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। এঘটনায় স্ত্রীর পরিবারে লোকজন মাদকাসক্ত ইব্রাহীমকে ২০১৯ সালের আগস্ট মাসে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে ৩ মাস চিকিৎসা করিয়েছে । কিন্তু চিকিৎসা কেন্দ্র থেকে ফিরে পুনরায় মাদকাসক্ত হয়ে পড়ে এবং নির্যাতন আরও বাড়িয়ে দেয়। স্ত্রী নির্যাতন সইতে না পেরে গত ২৫ ফেব্রুয়ারি স্বেচ্ছায় ইব্রাহীমকে তালাক দেয়। তালাকের ঘটনায় মাদকাসক্ত রাসেল স্ত্রী’কে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করে। হুমকিতেও কাজ না হলে প্রতিশোধ নিতে রাসেল ভুয়া ফেসবুক আইডি খুলে পূর্বে স্ত্রী’র সাথে গোপন ক্যামরায় ধারণকৃত বিশেষ মুহূর্তের ছবি ছড়িয়ে দেয়। ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী স্ত্রী বাদী হয়ে রাসেলকে আসামি করে শ্রীবরদী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে। পরে মঙ্গলবার রাতে পুলিশ ইব্রাহীম ওরফে রাসেলকে গ্রেফতার করে।
শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমের ছবি ফাঁসের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে স্বামী রাসেলকে আটক করে শেরপুর আদালতে প্রেরণ করেছেন। আদালত সূত্র জানিয়েছে, অভিযুক্ত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন । আদালত অভিযুক্তকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বিডি-প্রতিদিন/শফিক