কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন র্যাব হেডকোয়ার্টারের মিডিয়া উইং এর পরিচালক ও ইনটেলিজেন্স উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম। বুধবার বেলা ১১ টার দিকে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে হেলিকপ্টার যোগে অবতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ।
সারোয়ার বিন কাশেমকে ফুল দিয়ে বরণ করেন টেকনাফ র্যাব ১৫ সিপিস-১ এর ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তিনি সেখান থেকে গাড়িযোগে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। এরপর দুপুরে নয়াপাড়া ও উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে কক্সবাজার উদ্দেশ্য রওনা করেন।
বিডি-প্রতিদিন/মাহবুব