জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষ্যে পাবনার চাটমোহরে তিনদিনব্যাপী নানা অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পাবনার চাটমোহর পলিটেকনিট ইনস্টিটিউট, অরবিটল লিংক স্কুল অ্যান্ড কলেজ ও পার্শ্বডাঙ্গা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে যৌথ উদ্যোগে চাটমোহর বালুচর খেলার মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মকবুল হোসেন এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, সহকারী পুলিশ সুপার সজীব শাহরীনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও শিক্ষকবৃন্দ। উদ্বোধনী দিনে শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন, শিক্ষার্থীর পরিবেশনায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনদিনব্যাপী অনুষ্ঠানমালায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা, ক্রীড়া, সহশিক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক