নীলফামারীতে স্কুল শিক্ষক মাধব চন্দ্র হত্যা মামলায় পলাতক জেএমবি সদস্য রশিদুল ইসলামকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের গোপালঝাড় চরভরট এলাকার তিস্তার চর থেকে তাকে গ্রেফতার করা হয়। রশিদুল শৌলমারী ইউনিয়নের দীঘলটারি এলাকার মৃত ওসমান গণির ছেলে।
পুলিশ জানায়, ২০১৫ সালের ৯ আগস্ট সকালে গোলমুন্ডা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পন্ডিত শিক্ষক মাধব চন্দ্র রায়কে প্রকাশ্য গুলি করে সন্ত্রাসীরা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ আগস্ট মারা যান তিনি। ১২ আগস্ট অজ্ঞাত ছয়জনকে আসামি করে জলঢাকা থানায় মামলা করেন নিহতের ছোট ভাই রতন চন্দ্র রায়।
অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন জানান, এই মামলায় এর আগে বজলুর রহমান (৩০) ও তরিকুল ইসলামকে (২৭) গ্রেফতার করা হয়। তারা একই ইউনিয়নের বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযানে ছিলেন উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম, উপ-সহকারী পরিদর্শক মুকুল চন্দ্র বর্মণ, ফিরোজুল হাসান, মিনহাজুল ইসলাম।
বিডি-প্রতিদিন/শফিক